EIIN:106755
হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়

About

Hutchin Son Pur High School is an educational establishment that is located at Hutchin Son Pur Dighinala Dighinala Khagrachhari. Its Educational Institute Identification Number or EIIN, is 106755. On 01 January 1979, it was first put into operation. The alternative name for Hutchin Son Pur High School is হাচিনসন পুর উচ্চ বিদ্যালয়. It is a Combined sort of co-educational program. The institution provides education in the following fields: Business StudiesHumanities, and Science.

Its MPO number is 501029303. It operates on Day shift(s). Its management is Managing. Its recognition is Recognized by the government and the recognition level is Secondary. The school/college has an MPO level with MPO number 501029303 and the MPO type is Yes. Hutchin Son Pur High School is under the Chattagram Education Board.

While many other high schools teach numerous disciplines, you can find the major disciplines that they teach in this high school as Business StudiesHumanities, and Science. The management type of this institute is Managing. The region in which it is located is Grameen with a geographic location as Hilly region. The institute is in the constituency no 298. The average age of the teachers at Hutchin Son Pur High School is 48 years.

হাচিনসনপুর উচ্চ বিদ্যালয় নামকরণের ইতিহাস -

১৯০৬ হতে১৯১০ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে  তত্বাবধায়কের দায়িত্ব পালনকারী আর এইচ এস হাচিনসনের নামানুসারে ১৯৭৯খ্রিঃ প্রতিষ্ঠিত হয় হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়।

জনশ্রুতি রয়েছে পার্বত্য চট্টগ্রামের ব্রিটিশ প্রশাসক আর এইচ এস হাচিনসন ১৯০৬-১৯১০ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী মাইনী উপত্যকায় সফর করেন।সেই সময় খাগড়াছড়ি দীঘিনালার বর্তমান সমৃদ্ধ দীঘিনালার নাম ছিল রিয়াং দেশ।রিয়াং দেশের মাইনী নদীর তীরে তাঁবু টাঙিয়ে কয়েক দিন থেকেছেন এই ইংরেজ প্রশাসক। তখন থেকে মাইনী নদীর তীরে গ্রামটির নাম হয় হাচিনসনপুর। বর্তমানে খাগড়াছড়ির দীঘিনালার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড নিয়ে হাচিনসনপুর গ্রামটি অবস্থিত। গ্রামটিতে রয়েছে হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়। 

চোখ জুড়ানো ধানখেত, পিচঢালা রাস্তা ও মাইনী নদীর উপর নির্মিত সুবিশাল সেতুর কারণে বিদ্যালয় ও গ্রামটি সহজেই মুগ্ধ করে আগত পর্যটক ও কোমলমতি শিক্ষার্থীদের। রাঙ্গামাটি জেলার তথ্য বাতায়ম অনুযায়ী আর এইচ  এস হাচিনসন ১৮৯৪,১৮৯৯,১৯০৬ ও ১৯১১সালে পার্বত্য চট্টগ্রামের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।১৯০৬ সালে সুপারিন্টেন্ডেন্ট  হিসেবে দায়িত্ব পালনকালে এন অ্যাকাউন্ট অব দ্যা চিটাগাং হিল ট্রাক্ট নামে একটি  বই লিখেন তিনি। বেঙ্গল সেক্রেটারিয়েট বুক ডিপো থেকে বইটি সে বছর প্রকাশিত হয়।

ব্রিটিশ রাজ কর্মচারী হাচিনসন তাঁর বিখ্যাত বইতে পার্বত্য চট্টগ্রামের কৌতুহল জাগানোর বিবরণ দিয়েছেন। বইটির ১২তম আধ্যায়ে তিনি লিখেছেন পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের প্রায় সবাই খেলাধুলায় পারদর্শী। খুব ছোট বেলায় তাঁরা তির ধনুক ও গুলতিতে হাত পাকায়।রোদে শুকানো মাটির ছোট ছোট গোলা নিয়ে গুলতি হাতে পাহাড়ি  ছেলেরা বের হয়, আর সামনে যা পায় তা-ই ধ্বংস করে। 

হাচিনসন তাঁর বইতে মাইনী উপত্যকার জীব বৈচিত্র্য নিয়ে ও বিশদ লিখেছেন। মাইনী নদীর ধারে বনজঙ্গলে তিনি ০২(দুই) শিং ওয়ালা গণ্ডারের দেখা পেয়েছিলেন। এছাড়া ঘন জঙ্গলে হাতি,বাঘসহ নানা ধরণের হিংস্র জন্তুু জানিয়েছেন তিনি।

এন অ্যাকাউন্ট অব দ্যা চিটাগাং হিলট্রাক্ট বইয়ের বিবরণ থেকে নিশ্চিত হওয়া যায় হাচিনসন মাইনী নদীর তীর পর্যন্ত এসেছিলেন।এখানকার বাসিন্দাদের সঙ্গে মেলামেশা ও করেছেন তিনি। আদিবাসী জীবনের প্রতি এই ব্রিটিশ প্রশাসকের বিষয়টি বুঝতে পেরেছিলেন স্থানীয় বাসিন্দারাও। তাই তাঁর স্মৃতি ধরে রাখতেই হয়তো বিদ্যালয় ও গ্রামটির এমন নামকরণ।